ঢাকা, ৩ নভেম্বর, ২০১৫- আঞ্চলিক ব্যাংকিংয়ে অর্থনৈতিক ধারা, রিস্ক ম্যানেজমেন্ট, আইটি সিকিউরিটি এবং কমপ্ল্যায়েন্স ইস্যু নিয়ে এশিয়ান ব্যাংকিং সামিট ২০১৫ এর প্রথম দিনে আলোচনা
‘ইভলভিং প্যারাডাইমস ইন রিস্ক ম্যানেজেমেন্ট’ মুলসুরের সামিটে অংশীদারদের অর্থনীতি, আইটিভিত্তিক ব্যাংকিং এবং কমপ্ল্যায়েন্সের রিস্ক ম্যানেজেমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
নিমাই ম্যানেজমেন্ট কনসালট্যান্টস এর আয়োজনে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এশিয়ান ব্যাংকিং সামিট ২০১৫ প্রথম দিন আশাব্যাঞ্জকভাবে শেষ হয়েছে। সামিটে অংশীদাররা পরিবর্তনশীল প্রবণতার সাথে বৈশ্বিকভাবে মানানসই রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে তাদের ধ্যানধারণা নিয়ে আলোচনা এবং মতবিনিময় করেন।
সামিটটি খ্যাতনামা দেশীয় এবং আন্তর্জাতিক ব্যাংকিং বিশেষজ্ঞদের জন্য রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে ট্রেড ফাইন্যান্স, কমপ্ল্যায়েন্স এবং আইটি সিকিউরিটি সহ নানা বিষয়ে মতবিনিময়ের মঞ্চ হিসেবে কাজ করছে। প্রথম দিনে আলোচনর মুল বিষয় ছিলো ‘আঞ্চলিক অর্থনৈতিক প্রবণতা পর্যালোচনাঃ আমরা কি প্রস্তুত?’, ‘ব্যাংকিং সিকিউরিটি ইন আইটি’ এবং ‘কমপ্ল্যায়েন্স ইস্যু’। অংশীদাররা পরিবর্তনশীল প্রবণতার সাথে খাপ খাইয়ে চলার জন্য বৈশ্বিকভাবে মানানসই রিস্ক ম্যানেজমেন্ট এবং বিদ্যমান রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থা শক্তিশালীকরণের ব্যাপারে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সম্মানীত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস কে সুর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ।
দিনের প্রধান বক্তা ছিলেন নিমাই ম্যানেজমেন্ট কনসাল্ট্যান্টস এর ফাউন্ডার পার্টনার পঙ্কজ মুন্দ্রা, নিমাই ম্যানেজমেন্ট কনসাল্ট্যান্টস, দিব্যা চান্দ্রা রিস্ক প্রিন্সিপাল এর উপদেষ্টা আম্বি ভেঙ্কটেশ্বরন, স্কয়ার সার্কেলস এর সিইও ও লীড ট্রেইনার সতীশ মান্ডোরা। একইসাথে ‘আঞ্চলিক অর্থনৈতিক প্রবণতা পর্যালোচনাঃ আমরা কি প্রস্তুত?’ শিরোনামের প্যানেল আলোচনা পরিচালনা করেন নিমাই এর ম্যানেজিং পার্টনার নিসর্গ দুগাড় এবং রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড, ভারতের প্রাক্তন সিইও মিস মীরা স্যানাল, বিআইএসি’র চীফ এক্সিকিউটিভ এম এ রুমী আলী।
প্যানেল আলোচনায় মীরা স্যানাল বলেন, “বাংলাদেশ ২০২১ সালের জন্য একটি ¯পষ্ট এবং সুদূরপ্রসারী ‘ভিশন’ তৈরি করেছে। এশিয়ান ব্যাংকিং সামিট এমন একতি অনন্য সুযোগ সৃষ্টি করেছে যেখানে ব্যংকিং এবং আর্থিক সেবা প্রতিষ্ঠানের অংশীদাররা একে অপরের কাছ থেকে শিখতে পারবেন, আলোচনা করতে পারবেন এবং জাতীয় লক্ষ্যসমূহ অর্জনে সফলতা লাভ করা যায় সে ব্যাপারে পরিকল্পনার ছক করতে পারবেন। বিশ্বব্যাপী ম্যাক্রো-ইকোনোমিক অস্থিতিশীলতা এবং বাজার-তারল্যের পরিপ্রেক্ষিতে এই সামিটে রিস্ক ম্যানেজমেন্টের উপর জোর দেওয়াটা অত্যন্ত সময়োপোযোগী হয়েছে”। এম এ রুমী আলী বলেন, “আমি নিশ্চিত এই সামিটের মাধ্যমে জ্ঞান এবং ব্যাংক ডাটা বৃদ্ধি পাবে যা আরো শক্তিশালী একটি আর্থিক ব্যবস্থা তৈরিকে ধাবিত করবে, যা আমাদের সকলের সাধারণ লক্ষ্য,বর্তমানকে রক্ষা করা এবং সুন্দর আগামী গড়ে তোলার জন্য সাহায্য করবে”।
এশিয়ান ব্যাংকিং সামিট বাংলাদেশে এই ধরণের প্রথম একটি সম্মেলন। এর আয়োজক নিমাই ম্যানেজমেন্ট কনসালট্যান্টস একটি সংযুক্ত আরব-আমিরাত ভিত্তিক পুরষ্কার বিজয়ী আর্থিক সেবা প্রতিষ্ঠান। এর বিশেষত্ব হল এডভাইসরি অন রিস্ক কনসালটিং , ব্যাংক ফাইন্যান্স সিন্ডিকেশন, ফাইন্যান্স কস্ট রিয়েলাইজেশন এবং বিশ্বব্যাপী ব্যাংক এবং ভোক্তাদের ট্রেড ফাইন্যান্স সেবাদান।
সামিটটি লা মেরিডিয়ান ঢাকায় ৩ থেকে ৪ নভেম্বর সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামিটে যোগদানের জন্য বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন +৮৮০ ১৯১১ ৩১০ ৪২০ নম্বরে।