ডেস্ক নিউজ : বিশ্ব টয়লেট দিবস শনিবার। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘টয়লেট অ্যান্ড জবস’। এ উপলক্ষে আজ সকাল ১১টায় রাজধানীর ধানমণ্ডির আবাহনী মাঠের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল, বাসা, বিনোদনকেন্দ্রসহ সর্বত্র নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা হোক’—শ্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অপর্যাপ্ততার ফলে জীবিকার ওপর এর প্রভাব তুলে ধরতে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পয়ঃব্যবস্থাপনা একটি শক্তিশালী অর্থনীতি, স্বাস্থের উন্নতি, নিরাপত্তা ও মর্যাদা বিশেষ করে নারীদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। মানুষের সুস্বাস্থের জন্য কর্মস্থলে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ টয়লেট ব্যবস্থা অত্যন্ত জরুরি।
টয়লেট অপর্যাপ্ততার কারণে প্রতিনিয়ত মানুষ বিভিন্নরকম স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।