অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস পালনের প্রস্তুতি সভা গতকাল রোববার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মজিবর সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, নীলকান্ত বেপারী, গিয়াস উদ্দিন মোল্লা, আ. সত্তার মোল্লা, আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুদার, গোলাম মোস্তফা সরদার, সোয়েব ইমতিয়াজ লিমন, বিপুল দাস প্রমুখ।
অপরদিকে একইদিন দুপুরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালনের জন্য উপজেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) শতরূপা তালুকদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন প্যানেল উপজেলা চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, মো. মজিবর সেরনিয়াবাত, আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, এসআই এনামুল হক, প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, নির্মলেন্দু বাড়ৈ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম তালুকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, সোয়েব ইমতিয়াজ লিমন, বিপুল দাস প্রমুখ।