অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগ কর্মী রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ছাত্রলীগ নেতা সাগরসহ ৩ আসামী শুক্রবার বরিশাল আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আসামীরা নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দী দেয়। রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি জানান, বরিশাল আদালতে আসামীরা দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
পুলিশসূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট ছাত্রলীগ কর্মী রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আগৈলঝাড়া কলেজ ছাত্রলীগের অর্থ সম্পাদক সাগর সেরনিয়াবাত এবং অপর ছাত্রলীগ কর্মী আমিন হাওলাদার ও রাশেদ রাঢ়ীসহ ৩জনকে গ্রেফতারের পরে শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, আসামীদের বরিশাল আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আসামীরা নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দী দেয়ায় রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামীদের জেলহাজতে প্রেরণ করেছে।