অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘনায় আহত হয়েছে ৫জন। গুরুতর আহত অবস্থায় ৩জনকে উপজেলা হাসপাতাল ও ২জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতসূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার জোবারপাড় নামক স্থানে রাস্তার এপার থেকে ওপার যাবার সময় পাকুরিতা গ্রামের খোকন হালদারের মেয়ে পূজা হালদার (৫) কে বাঁচাতে গিয়ে একটি মাহেন্দ্র খাদে পরে। এসময় পূজা হালদার, মাহেন্দ্র চালক লোকমান বেপারী (৩৫), যাত্রী সুলতা পারুয়া (৪৫) ও আলাউদ্দিন (৫৫) আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত মাহেন্দ্র চালক লোকমান বেপারী ও যাত্রী সুলতা পারুয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।