অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে ১১ দিন পর উদ্ধার করে শনিবার রাত ৯টায় তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলা সদরের জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসার ছাত্র ও বাকাল গ্রামের খোরশেদ বেপারীর ছেলে নেয়ামতুল্লাহ বেপারী (১৬) কে ঢাকার গেন্ডারিয়া কদমরসুল মসজিদের সামনের জনৈক মোকলেসের হোটেল থেকে ৮ ডিসেম্বর রাতে তাকে উদ্ধার করে গেন্ডারিয়া থানা পুলিশ। আগৈলঝাড়া থানার তদন্ত কর্মকর্তা এসআই শাহজালাল ৯ ডিসেম্বর ঢাকায় গিয়ে নেয়ামতুল্লাহকে সাথে নিয়ে বরিশাল পৌছান। শনিবার দিনব্যাপী বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ শেষে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন সংবাদ সম্মেলনে নেয়ামতুল্লাহ’র জঙ্গী সম্পৃকক্তার প্রমাণ পাওয়া যায়নি বলে জানান। পরে তাকে শনিবার রাতেই এসআই শাহজালাল আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন। গতকাল রাতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র নেয়ামতুল্লাহকে তার আত্মীয়স্বজনের উপস্থিতিতে বাবা খোরশেদ বেপারী, মা কোহিনুর বেগম, মামা শাহাদাত হোসেনের কাছে হস্তান্তর করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নেয়ামতুল্লাহর জঙ্গী সম্পৃক্ততার কোন প্রমাণ পুলিশ না পাওয়ায় তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, উপজেলা সদরের জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসার ছাত্র নেয়ামতুল্লাহ গত ৩০ নভেম্বর জোহরের নামাজ শেষে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় বাবা খোরশেদ বেপারী থানায় সাধারণ ডায়েরী করেন। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবশেষে ঢাকার গেন্ডারিয়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ।