অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামণা ও যুদ্ধাপরাধীদের অবিলম্বে বিচার কার্যকর করার প্রত্যয়ে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, কবি বিজয় গুপ্ত স্মৃতি সংরক্ষণ ও উন্নয়ন কমিটি, বিভাগীয় বেবী হোমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে ৪০তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, কোরআন খতম, কালোব্যাজ ধারণ, শোক দিবসের র্যালী, জাতির জনক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ, আলোচনাসভা, সকল শহীদের আত্মার মাগফেরাত কামণায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ আওয়ামীলীগ নেতা মজিবর সেরনিয়াবাতের সভাপতিত্বে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় শোকাবহ ১৫ আগস্টের স্মৃতিচারণ করেন জাতির জনকের সাথে শহীদ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের সুযোগ্য সন্তান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ্ এমপি, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, যতীন্দ্র নাথ মিস্ত্রী, আ’লীগ নেতা ড. নীলকান্ত বেপারী, রুস্তুম সেরনিয়াবাত, রনজিত সমদ্দার, নুরুল হক মোল্লা, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ, সহ-সভাপতি লিটন সেরনিয়াবাত প্রমুখ নেতৃবৃন্দ। পরে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সৃজনশীল রচনা প্রতিযোগিতা, কালোব্যাজ ধারণ, শোক দিবসের র্যালী, জাতির জনক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ, শোক সঙ্গীত, আবৃত্তি, আলোচনা সভা, সকল শহীদের আত্মার মাগফেরাত কামণায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। অনুষ্ঠানের সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে কার্যালয়ে কমান্ডার আইয়ুব আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভাসহ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত হয়েছে।
এদিকে মধ্যযুগের প্রখ্যাত কবি বিজয় গুপ্ত স্মৃতি সংরক্ষণ ও উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’র সভাপতিত্বে বিকেলে গৈলা মনসা মন্দির প্রাঙ্গণে সকল শহীদদের আত্মার শান্তি কামণায় বিশেষ প্রার্থণা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় বেবী হোম গৈলা, উপজেলা হাসপাতাল, বিভিন্ন এতিমখানায় কোরআন খতমসহ এতিম শিশু ও রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এছাড়া বাদ আছর কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সেরালস্থ বাসভবনে জেলা কৃষক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ্ এমপি, জেলা, উপজেলা ও মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।