অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : জঙ্গীবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বাণ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বাশাইল বাজারে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মানব বন্ধন শেষে শিক্ষক মিলানায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাইদুল সরদারের সভাপতিত্বে জঙ্গী বিরোধী সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য আ. রশিদ সিকদার, প্রধান শিক্ষক নুরুল হক মিয়া, অভিভাবক সদস্য তোফাজ্জল হোসেন মোল্লা, যোগেশ গাইন, পারভীন আক্তার প্রমুখ।
অন্যদিকে উপজেলা সদরে একই দিন সকালে পর্যায়ক্রমে শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, ভেগাই হালদার পাবলিক একাডেমী, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় অনুরূপ মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, সেরাল মাধ্যমিক বিদ্যালয়, মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয় এবং আগৈলঝাড়া এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠানের সামনে অনুরূপ কর্মসূচী পালনের খবর পাওয়া গেছে।