অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় প্রমুখ। পরে উপজেলার ৫টি ইউনিয়নের ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে ৮ মে.টন গম বীজ, ৩শ’ কেজি ভূট্টা বীজ, ৮শ’ কেজি খেসারী, ২শ’ ৮০ কেজি ফেলন ও ৫০ কেজি মুগ ডাল বীজ এবং ১২ টন ৫শ’ কেজি ডিএপি সার, ৬ হাজার ৩শ’ কেজি এমওপি সার বিতরণ করা হয়।