অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় মাদ্রাসায় ষষ্ঠশ্রেণী পড়–য়া এক ছাত্রীর সাথে ২৫ বছরের এক যুবকের বাল্যবিয়ের অপরাধে বর ও কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত বে সহকারী মো. সিদ্দিকুর রহমান জানান, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের দিনমজুর শাহ আলম সরদারের কন্যা বাগধা মহিলা মাদ্রাসার ষষ্ঠশ্রেণীর ছাত্রী সাদিয়ার সাথে উত্তর বাগধা গ্রামের মৃত আলমগীর মিয়ার ছেলে জুয়েল মিয়ার (২৫) ৩০ সেপ্টেম্বর বিয়ের সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসি (ল্যান্ড) শতরূপা তালুকদার ছাত্রীর বাবা শাহ আলম সরদার ও বর জুয়েল মিয়াকে ১ হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।
বিচারক জানান, সাক্ষ্য প্রমাণে বিয়ের প্রমাণ পাওয়া যায়নি। তবে বিয়ের প্রস্তুতি হিসেবে আংটি পড়ানোর অপরাধে তাদের উল্লেখিত জরিমানা প্রদান করা হয়েছে। এছাড়াও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে হবে না মর্মে উভয় পরিবার অঙ্গীকারনামা প্রদান করেছে।