অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার ছাত্রীদের অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের দাসপট্রি গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে ও টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নাজনিন আক্তার গত বুধবার বিকেলের পরীক্ষা দিতে আসার পথে স্কুলের পূর্বপাশে পৌঁছুলে আগে থেকে তার পিছু নেয়া সেরাল গ্রামের মুজাফর মৃধার বখাটে ছেলে রনি মৃধা, দোলোয়ার মৃধার ছেলে সাকিব ও শাহাদাত মৃধার ছেলে রফিক নাজনিনের পথরোধ করে তার শ্লীলতাহানি ঘটায়। স্থানীয়রা জানান, পূর্বেও একাধিকবার এই বখাটেরা মেয়েদের স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছে।
এ ঘটনায় বখাটেদের অভিভাবকদের কাছে বিচার দেয়া হয়েছে বলে প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র নাগ জানান।