অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে রাজিহার, গৈলা ও রতœপুর ইউনিয়নের নবনির্বাচিত ২৭ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৩৬ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত সদস্যদের প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সোয়েব ইমতিয়াজ লিমন, গোলাম মোস্তফা সরদারসহ গণ্যমান্য রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, গত ২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বাকাল ও বাগধা ইউনিয়নের দু’টি ভোট কেন্দ্র স্থগিত হওয়ায় ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিতে পারেন নি। এর আগে ৮ মে নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যান বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন।