অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : জাপানের সহয়তায় পরিচালিত স্কুল পরিদর্শনে জাপানি দল বরিশালের আগৈলঝাড়ায়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের সাতশিমুলিয়া জাপানী দাতা সংস্থা জাইকা প্রতিনিধি দলের স্কুল পরিদর্শন ও শিশু শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি) সংস্থার উপজেলার সাতশিমুলিয়া বিডিপি স্কুলে সংস্থার অর্গানাইজার দানিয়েল জয়ধরের সভাপতিত্বে জাপানীদের স্কুল পরিদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ওই স্কুলের শিশু শিক্ষার্থীরা গ্রামবাংলার চিত্র তুলে ধরে নাটক ও গান করেন। এসময় জাপানী অতিথিরাও জাপানী গান পরিবেশন করে। এসময় জাপানের মিসেস নরিকো ইনয়ে বলেন, আমার কাছে বাংলাদেশ অনেক ভাল লাগে। আমি বাংলাদেশে ২৫ বছর যাবৎ আসা-যাওয়া করি। তার সাথে রয়েছে জাপানের মিওরি ইয়ামাগুচি, রিসা আমিনো, হারুকা ওচি, মিচিকো তয়োকা, ইউরি ওমাওয়া, মিকু ইজাকা, সাই কিবরা সানি ও বিডিপি সংস্থার কো-অডিনেটর আশরাফুজ্জামান ফারকি। বেসরকারি সংস্থা বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি) আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদীতে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৯টি স্কুল পরিচালনা করে আসছে। ওই সংস্থার নির্বাহী পরিচালক এ্যালবার্ট অপু মালাকার। এক এক করে ওই স্কুলগুলো পরিদর্শন করে জাপান থেকে জাইকা প্রকল্পের বাংলাদেশে আসা দলটি।