অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : সরকারী সিদ্ধান্তে বরিশালের আগৈলঝাড়ায় খাদ্যগুদামে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় শুরু হওয়ায় কিছুটা হলেও কৃষকের মুখে হাসি ফুটেছে। এতে তারা ধান উৎপাদনের বাড়তি খরচের কিছুটা লাঘব করতে পারবেন বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। গত ১৬ মে থেকে ধান ক্রয় শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। গত রোববার পর্যন্ত ৮৮ মে.টন ধান খাদ্যগুদামে ক্রয় করা হয়েছে। সরকারী নীতিমালায় প্রতি কেজি ধান ২৩ টাকা দরে ১৬৫৮ মে.টন ধান আগৈলঝাড়া খাদ্যগুদামে ক্রয় করা হবে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শাহাদাত হোসেন। মধ্যস্বত্বভোগী ফড়িয়া-বেপারীদের মাধ্যমে ধান না দিয়ে সরাসরি কৃষকদের খাদ্যগুদামে ধান নিয়ে আসার আহ্বাণ জানিয়েছেন উপজেলা প্রশাসন। হাট-বাজারে ধানের দাম কম থাকায় এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী প্রশাসনকে ভিন্নভাবে ম্যানেজ করে কৃষকদের কাছ থেকে কম মূল্যে ধান কিনে বেশি দামে খাদ্য গুদামে বিক্রয় করার তোড়জোড় শুরু করেছে বলে একটি সূত্র থেকে জানা গেছে। বর্তমানে উপজেলার বিভিন্ন হাট-বাজারে মোটা জাতের বোরো ধান ৪৭৫-৫০০ টাকা, চিকন ৫০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাদ্য গুদামে দাম ভাল পাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানের কৃষকরা ধান নিয়ে খাদ্যগুদামে বিক্রি করছে। উপজেলার রতœপুর ইউনিয়নের নিতাই বল্লভ, সরবাড়ির সুরেন হালদার, বাকালের রফিক মিয়া, মোল্লাপাড়ার মনোতোষসহ খাদ্যগুদামে ধান বিক্রি করতে আসা কৃষকদের সাথে কথা বললে তারা জানান, সরকারের ধান ক্রয়ের এই সিদ্ধান্ত চলমান থাকলে আমরা ধান উৎপাদনের খরচ কিছুটা লাঘব করতে পারব।