অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় বিগত ইউপি নির্বাচনের জের ধরে যুবলীগ নেতাকে কুপিয়েছে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রস্তুতি চলছে বলে আহত যুবলীগ নেতার পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় একাধিকসূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে উপজেলার ৫নং রতœপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোয়ন পান গোলাম মোস্তফা সরদার। ওই ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন শাহিন আলম টেনু। আওয়ামীলীগের প্রার্থী গোলাম মোস্তফা সরদারকে রতœপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সুন্দরগাঁও গ্রামের শওকত হাওলাদারের ছেলে সায়েদ হাওলাদার সমর্থন এবং ভোটের জন্য তার পক্ষে মাঠে কাজ করেন। এতে দলের বিদ্রোহী প্রার্থী শাহিন আলম টেনুর ছেলে সজিব সন্যামত ক্ষুব্ধ হয়। এ ঘটনার জের ধরে বুধবার রাতে মাহিলাড়া-মোল্লাপাড়া-বাগধা ওয়াপদা সড়কের বেলুহার মাদ্রাসা সংলগ্ন স্থানে যুবলীগ সম্পাদক সাইয়েদকে একা পেয়ে দলের বিদ্রোহী প্রার্থী শাহিন আলম টেনুর ছেলে সজীব সন্যামতের নেতৃত্বে ৩-৪ জনের একটি দল চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে মূমূর্ষ অবস্থায় সড়কে ফেলে রাখে। পথচারীরা দেখে যুবলীগ নেতা সায়েদকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আগৈলঝাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সাইয়েদের পরিবার থেকে মামলা প্রস্তুতি চলছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।