অগ্রদৃষ্টি ডেস্কঃ গৌরব-ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৪ জানুয়ারি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুনর্মিলনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের এই অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা একত্রিত হবেন।
ধারণা করা হচ্ছে- স্বাধীনতা পরবর্তী সময়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে এবারই প্রথম ছাত্রলীগের মিলনমেলায় পরিণত হবে গোটা সোহরাওয়ার্দী উদ্যান।
জানা যাচ্ছে, অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত হয়ে সংগঠনকে বিভিন্ন দিক-নির্দেশনা দিবেন। আর ছাত্রলীগকে আরো শক্তিশালী করার জন্যই এ আয়োজন করা হয়েছে।
পুনর্মিলনী সফল করতে এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ৭৫’র উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, ছাত্রলীগকে সুসংগঠিত করতে পারলে আগামী নির্বাচনে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হবে। এতে করে ভবিষ্যৎ নেতৃত্ব এবং জনগণের মধ্যে একটি ‘ফ্রেশ ধারণা’ জন্মাবে। আর ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ, দুর্নাম ও দলীয় বিশৃঙ্খলা দূর করা যাবে।
এদিকে আমাদের বহির্বিশ্ব প্রতিনিধি, মোঃ সেলিম কুয়েত থেকে জানান, কুয়েতে বসবাসরত তরুণ উদীয়মান সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক।এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক সময়কার তুখোড় ছাত্রনেতা এস,এম, আব্দুল আহাদ বহির্বিশ্বে হাতে গুণা ক’জনের মধ্যে তিনিও ছাত্রলীগের পুনর্মিলনে যোগ দেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন।