ঢাকা- স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি এর প্রিমিয়াম গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব লাইফস্টাইল গিফট ভাউচারস। স্যামসাং ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের গ্রাহকরা সবচেয়ে অ্যাডভান্সড্ গ্যালাক্সি এস৭ এজ, সবচেয়ে কার্যকরী নোট ৫ ডুয়াল সিম এবং সবচেয়ে ফ্যাশন্যাবল এ ২০১৬ এডিশন মডেলগুলো থেকে যেকোনো একটি কিনেই উপভোগ করতে পারবেন সবার পছন্দের লাইফস্টাইল স্টোর এপেক্স এবং টাইম জোন-এর ৫,০০০ অথবা ১০,০০০ টাকা মুল্যের গিফট ভাউচারস। প্রিমিয়াম গ্রাহকরা এই লেটেস্ট মডেলের হ্যান্ডসেটগুলো কিনে “ওন দি বেস্ট” ক্লাবের সদস্য হওয়ার সুযোগ পাবেন।
ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলোর মডেলের ওপর নির্ভর করে গ্রাহকরা ৫,০০০ অথবা ১০,০০০ টাকা মূল্যের গিফ্ট ভাউচারস উপভোগ করতে পারবেন। গ্যালাক্সি এস৭ এজ অথবা নোট ৫ ডুয়াল সিম হ্যান্ডসেট কিনে গ্রাহকরা ১০,০০০ টাকা মূল্যের এবং এ৫-২০১৬ এডিশন অথবা এ৭-২০১৬ এডিশন মডেলের হ্যান্ডসেট কিনে গ্রাহকরা ৫,০০০ টাকা মূল্যের গিফ্ট ভাউচারস পাবেন।
এই চারটি প্রিমিয়াম ডিজাইনের হ্যান্ডসেটগুলো থেকে গ্রাহকরা যেকোনো একটি কিনেই জিতে নেওয়া ভাউচারগুলো এপেক্স অথবা টাইম জোনে ব্যবহার করতে পারবেন। স্টক থাকা পর্যন্ত গ্রাহকরা এপেক্স এবং টাইম জোনের এই এক্সক্লুসিভ গিফ্ট ভাউচারগুলো উপভোগ করতে পারবেন।
এছাড়াও এই অফারের সঙ্গে গ্রামীনফোন-এর স্টার গ্রাহকরা পাবেন ৭ জিবি ডাটা কিনে আরও ৭ জিবি ফ্রি ডাটা।
বিস্তারিত জানতে ভিজিট করুন- িি.িংধসংঁহম-নফ.পড়স/ড়হি-ঃযব-নবংঃ
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩২০,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।
যোগাযোগ:
মাহজাবিন ফেরদৌস
লিড । বিটিএল, ডিজিটাল এন্ড পিআর
মোবাইল বিজনেস । স্যামসাং ইলেকট্রনিকস কো: লিমিটেড
বাংলাদেশ ব্রাঞ্চ অফিস
ইমেইলঃ সধযুধনরহ.ভ@ংধসংঁহম.পড়স
পার্থ সরকার
হেড অফ মিডিয়া রিলেশনস
কনসিটো পিআর । নিযুক্ত পিআর এজেন্সি
স্যামসাং ইলেকট্রনিকস কো: লিমিটেড। বাংলাদেশ ব্রাঞ্চ অফিস
মোবাইলঃ +৮৮০১৬১২২২৬২০২