মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুয়েত সিটির গুলশান হোটেলে। ৭ মার্চ বুধবার অনুষ্ঠিত আলোচনা সভায় সভার সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত এর সভাপতি মোহাম্মদ মাসুদ করিম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীন এর সঞ্চালণায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত এর উপদেষ্টা আশরাক আলী ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কুয়েত এর সাংগঠনিক সম্পাদক হোসেন মুরাদ চৌধুরী, প্রচার সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, আনিসুর রহমান মিলন (সভাপতি- প্রবাসী সাহিত্য পরিষদ, কুয়েত), আওয়ামী যুবলীগ কুয়েত এর আহব্বায়ক ইমাম উদ্দীন বাদল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত এর সভাপতি দিদারুল আলম, আওয়ামী প্রজন্ম লীগ কুয়েত এর সভাপতি মঈনুল আল ইসলাম, আজাদ মেম্বার যুবলীগ নেতা মুরাদুজ্জামান চৌধুরী।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে উপস্থিত সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুয়েত এর সিনিয়র সহ- সভাপতি দিদারুল আলম, ওয়াহিদুল আলম, সেলিম শাহ, মোহাম্মদ আবু তাহের,সাইদুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, জাকির হোসেন,প্রচার সম্পাদক মনির হোসেন সরদার, দপ্তর সম্পাদক আবুল হোসেন রাশেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান সেন্টু এবং অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে যথাযথভাবে ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন ৭ই মার্চের ভাষনে জাতির জনক বাঙ্গালী জাতিকে মুক্তির পথ দেখান। মুলত ঐ দিনই জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষনে স্বাধীনতার ঘোষনা দেন। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক লীগ কুয়েত এর সহ-সভাপতি ওয়াহিদুল আলমকে অবকাশকালীন স্বদেশ গমণে শুভেচ্ছা স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়।
আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক ও ব্যবসায়ীক সংগঠণের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।