নিজস্ব প্রতিনিধিঃ একজন মায়ের অক্লান্ত পরিশ্রমের ফসল তার সন্তান, বোধকরি সেই সন্তান যখন মায়ের অবর্ণনীয় কষ্টের যথাযথ মূল্যায়ন দেয়,যেমন সেই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়, উত্তম চরিত্রের অধিকারী হয়; তখনই কেবল একজন মা সীমাহীন কষ্টের কথা ভুলে যায় চিরতরে এবং বিশাল সপ্ন দেখে সেই ছেলেকে নিয়ে।
এক গর্বিত মায়ের অসাধারণ প্রতিভাবান ছেলের নাম এহসাসুল বারী, ছেলেটি মায়ের একমাত্র সন্তান।
সেই ছেলে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ঢাকাতে তার শিক্ষা জীবন শুরু করেছিল। প্লে গ্রুপ থেকে শুরু করে এখন সে প্রথম শ্রেণীতে পড়ছে।মায়ের মুখের কথা শুনেই শুধু নয়, ছেলেটির সঙ্গে কথা বলে অনুমেয় হলো ছেলেটি অসাধারণ প্রতিভাবান। এহসাসুল বারী এখন পর্যন্ত প্রতিটি পরিক্ষায় প্রত্যেক সাবজেক্টে ১০০ মার্ক A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সামগ্রিক ও সুশিক্ষার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সুনাম অর্জন করেছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল তাদের মধ্যে অন্যতম। ব্রিটেনের বিখ্যাত ক্যামব্রিজ কারিকুলামের আওতায় জুনিয়র ও সিনিয়র সেকশনে ঢাকায় কয়েকটি ভিন্ন ক্যাম্পাসে এই স্কুলের শিক্ষা প্রদান করা হয়। এটি ঢাকার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল যা প্রাইমারি থেকে ‘এ’ লেভেল পর্যন্ত সরাসরি ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে। পরিচ্ছন্ন ক্যাম্পাস, আধুনিক শিক্ষাপদ্ধতি, দক্ষ ব্যবস্থাপনা ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী সমন্বয়ে সন্তানকে সফল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ও ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল।
ঢাকা শহরে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলই একমাত্র স্কুল যেখানে ‘ও’ এবং ‘এ’ লেভেলের পাশাপাশি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরেও ক্যামব্রিজ কারিকুলামে পড়াশোনা করানো হয়। সাধারণত ইংরেজি মাধ্যম স্কুলগুলো ‘ও’ এবং ‘এ’ লেভেল শাখাতেই আন্তর্জাতিক কারিকুলাম অনুযায়ী শিক্ষাদান করে। কিন্তু এই স্কুল ব্যতিক্রম। এখানে আন্তর্জাতিক কারিকুলাম শুরু হয় প্রাথমিক স্তর থেকেই। ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার মতই ৫ম ও ৭ম শ্রেণীতে সরাসরি ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধীনে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এহসাসুল বারী অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর একজন ছাত্র।
জানাগেছে, এহসাসুল বারী অসাধারণ প্রতিভাবান হওয়ার কারণে তাকে উক্ত স্কুলের সকল শিক্ষকরাও খুবই স্নেহ দৃষ্টিতে দেখেন।
এহসাসুল বারী এবং তার মা শাহজাদি সুলতানা শিউলি মোহাম্মদ পুর, ঢাকার একটি বাসাতে বসবাস করছেন। এহসাসুলের বাবা সাইফুল বারী (বাচ্চু) যুক্তরাজ্য প্রবাসী।
তাদের দেশের বাড়ি সিলেট অঞ্চলের মৌলভীবাজার সদর থানার কাজির বাজার(বেকামুড়)।