বিনোদন ডেস্ক: আবেদনময়ী নারীদের তালিকায় কিম কার্দেশিয়ান বরাবরই থাকেন উপরের কাতারে। তিনি একাধারে একজন মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, সমাজকর্মী, ব্যবসায়ী মহিলা এবং মডেল। ৩৭ বছর বয়সী এই আবেদনময়ী অভিনেত্রীকে সৌদি রাজপরিবারের সন্তান আদিল আল ওতাইব ১ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন।
সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, ‘আমি একজন সৌদি। কিম আমি তোমায় বলছি, প্রতি রাতের জন্য তোমাকে ১ মিলিয়ন ডলার খরচ করবো।’ অর্থ্যা সৌদি ধনকুবের ওতাইব কিমের সঙ্গে রাত কাটাতে ১ মিলিয়ন ডলার খরচ করতে রাজি।
জানা গেছে, কিম নাকি সেই প্রস্তাবে রাজিও হয়েছেন। এটিই প্রথম নয়। এর আগেও তিনি মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন পার্টিতে যোগ দিয়েছেন। ২০১৩ সালে ৮১ বছর বয়সী ‘বিলিয়নিয়ার’ রিচার্ড লুগনার সঙ্গে ৫ লাখ মার্কিন ডলারের বিনিময়ে কিম সময় কাটিয়েছিলেন।
কিম কার্দেশিয়ান লস এন্জেলেসে জন্ম গ্রহন করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। প্যারিস হিলটন এর সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে তিনি মিডিয়ার নজরে আসেন। কিন্তু ২০০৩-এ তাঁর সাবেক সঙ্গী রে জে এর সঙ্গে একটি যৌনকর্মের ভিডিওর মাধ্যমে তিনি আরো আলোচনায় আসেন। যেটি ২০০৭ এ ফাঁস হয়েছিলো। তারপরেই তিনি এবং তাঁর পরিবার রিয়েলিটি শো কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস এ শো করতে থাকেন।
কার্দাশিয়েনের সঙ্গী র্যাপার কানইয়ে ওয়েস্ট এর সঙ্গে ২০১৪ এ সম্পর্ক থাকায়ে সে বছর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ঘটনাটি সে বছর ব্যাপক হারে আলোচিত হয়েছিলো। সাম্প্রতিক বছরগুলোতে নিজের পরিচয়ে কিছু ব্যবসা পরিচালনা করে চলেছেন।