২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত অবৈধ অর্থপাচারের দিক থেকে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে চীন। এই ১০ বছর সময়ে প্রতি বছর গড়ে ১৩৯ বিলিয়ন ডলার কালো টাকা বিদেশে পাচার করেছে চীন।
এই এক দশক দীর্ঘ সময়ে চীনের মোট পাচারকৃত অর্থের পরিমাণ ১.৩৯ ট্রিলিয়ন ডলার। আর এক্ষেত্রে রাশিয়া পাচার করেছে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থ। প্রসঙ্গত, এক ট্রিলিয়ন ডলার বলতে এক লাখ কোটি ডলার বোঝানো হয়।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। ১০ বছরের মধ্যে প্রতি বছর গড়ে ৫১ বিলিয়ন ডলার করে মোট ৫১০ বিলিয়ন ডলার অবৈধ অর্থপাচার হয়েছে ভারত থেকে।
ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল ফিন্যান্সিয়াল ইনটিগ্রিটি (জিএফআই) কর ফাঁকি, অপরাধী কার্যকলাপ, দুর্নীতি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে অবৈধভাবে পাচারকৃত কালো টাকার প্রবাহ বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল ও দরিদ্র অর্থনীতির দেশগুলো থেকে ২০১৩ সালে পাচার হয়েছে ১.১ ট্রিলিয়ন ডলার অবৈধ অর্থ।
‘উন্নয়নশীল দেশ থেকে অবৈধ অর্থপ্রবাহ: ২০০৪-২০১৩’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালের তুলনায় ২০১৩ সালে অর্থপাচারের পরিমাণ নাটকীয় মাত্রায় বেড়ে গেছে।