তাদের একজন তাসলিমা আক্তার এই দলের গোলরক্ষক। তার বাবা সবুজ মিয়াকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার কলসিন্দুর স্কুলের শরীরচর্চার শিক্ষক জবেদ আলী তালুকদারের বিরুদ্ধে মামলা হয়েছে বলে ধোবাউড়া থানার ওসি শওকত আলম জানান।
ঘটনার পর থেকে শিক্ষক জবেদ আলী পলাতক বলে ওসি জানিয়েছেন। এরইমধ্যে তাকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
ঘটনা সম্পর্কে ওসি শওকত অগ্রদৃষ্টিকে বলেন বলেন, কলসিন্দুর স্কুলে বুধবার এক সভায় আগামী ১৮ সেপ্টেম্বর কুমিল্লায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়দের স্কুলের পক্ষে খেলতে বলেন শিক্ষক জবেদ আলী।
“কিন্তু ১৭ সেপ্টেম্বর ঢাকায় তাদের সংবর্ধনা থাকায় বাফুফে অনুমতি দেয়নি। এজন্য স্কুল ফুটবল টুর্নামেন্টে খেলায় তারা অসম্মতি প্রকাশ করলে বাক-বিতণ্ডা হয় শিক্ষক জবেদ আলীর সঙ্গে।”
সংবর্ধনার পরদিনই আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ঢাকায় অনুশীলন শুরু হওয়ার কথাও মেয়েরা জানিয়েছিলেন।
এ নিয়ে ক্ষুব্ধ হয়ে শিক্ষক জবেদ আলী মেয়েদের ছাড়পত্র (টিসি) দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন বলে জানান সবুজ মিয়া।
“বিষয়টি বুধবার রাতে কলসিন্দুর প্রাইমারি স্কুলের শিক্ষক মফিজ উদ্দিনকে জানালে জবেদ আলী এসে আমাকে কিল-ঘুষি ও লাথি মারেন,” বলেন তিনি।
এ বিষয়ে তাসলিমা অগ্রদৃষ্টিকে বলেন, “স্কুলের ঘটনার জের ধরে আমার বাবাকে মারধর করেছে।”তাসলিমার বাবাকে মারধরের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের নিরাপত্তায় ব্যবস্থা নেয় বলে ওসি শওকত জানান।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে স্কুল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় শিক্ষক জবেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয় বলে অধ্যক্ষ জালাল উদ্দিন জানিয়েছেন।