জাকির সিকদার, সাংবাদিকদের সংগঠন জাতীয় অনলাইন সাংবাদিক এ্যাসোসিয়েন (নোজা) এর সদস্যদের সাথে বাংলাদেশের প্রখ্যাত তথ্য ও প্রযুক্তিবিদ মোস্তফা জব্বারের সাথে এক গুরুত্বপূর্ন বৈঠক অনুষ্ঠিত হয়।
১৭ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে মোস্তফা জব্বারের আনন্দ কম্পিউটার্স কার্যালয়ে ৭১ সংবাদ ডট কম এর ভারপ্রাপ্ত সম্পাদক এ এইচ এম তারেক চৌধুরী সহ ৮ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল প্রখ্যাত আইটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারের সঙ্গে তাঁর এক সাক্ষাতে মিলিত হয়।
এ প্রতিনিধি দলে আরো ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক এম আলী হোসেন, এশিয়া টাইমস বাংলাদেশ এর কোঅরডিনেটর মোঃ জাকির হোসেইন, দেশীনিউজবিডটকমের সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, ইজাবটিভিঅনলাইনলাইভ এর সম্পাদক মিজানুররহমান, ডেইলীনারায়ণগঞ্জ বিষেরবাঁশীডটকমের সম্পাদক কাজী কবীর হোসেন, উপ-সম্পাদক লায়ন মজুমদার। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে প্রায় তিন ঘন্টা দীর্ঘ আলোচনায় মোস্তাফা জব্বার নোজা’কে একটি শক্তিশালী সংগঠনে রূপ দিতে সর্বাত্নক সহযোগিতা করার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল। আর সেই ডিজিটাল দেশের অনলাইন শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আপনাদের সকল অনলাইন পত্রিকাগুলোর প্রতি আমার শ্রদ্ধা রইলো, আপনারাই হলেন ডিজিটাল বাংলাদেশ। দেশের অনলাইন পত্রিকাগুলোর একটা নীতিমালা দরকার আমরা সেটা সরকারের সাথে আলোচনা করে তৈরী করছি। অচিরেই সেটা প্রকাশ করা হবে। অনলাইন পত্রিকারগুলোর শক্তিশালী সংগঠন দরকার যা এখনো তৈরী হয়ে ওঠে নাই। আপনারা এই সংগঠন নিয়ে এগিয়ে যান, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, আমি আপনাদের সাথে আছি থাকবো।