তথ্য ও প্রযুক্তি ডেস্ক: রিয়ারে তিন ক্যামেরা সম্বলিত একটি আকর্ষণীয় ফোন আনছে নকিয়া। এটির মডেল নকিয়া নাইন। এটি একটি ফুল ভিউ ডিসপ্লের ফোন।
অত্যাধুনিক প্রসেসর সম্বলিত নতুন এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
নকিয়া নাইনে থাকছে ৬.০১ ইঞ্চির কিউএইচডি অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন ৫।
নকিয়া নাইনে থাকছে সর্বাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানিয়েছে, নকিয়া নাইন বাজারে আসবে এই বছরের শেষের দিকে। এটি নকিয়ার এক্সর মত ডিজাইন তৈরি হবে। এর ডিসপ্লের উপরিভাগে নচ ডিজাইন থাকছে।