ফারহানা মোবিনঃ গতকাল ১০ মার্চ শনিবার অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরষ্কার প্রদান উপলক্ষে, বেলা ১২টায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে এক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ।
গল্প-উপন্যাস-রূপকথা বিভাগে পুরষ্কার লাভ করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ও লেখক দন্ত্যস রওশন।
বিদ্যা প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর লেখা ‘নোটুর সেভেন্টি ওয়ান’ বইটি ১৪১৯ বঙ্গাব্দের সেরা বই নির্বাচিত হয়। মাননীয় অর্থমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন লেখক দন্ত্যস রওশন।
তিনি সব বয়সের পাঠকের জন্য লেখেন । অণু কাব্য , গল্প , উপন্যাস , নিবন্ধ , ছড়া , কবিতা তিনি নিয়মিত লেখেন ।
মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা নোটুর সেভেনটি ওয়ান বই টি । মুক্তিযুদ্ধে সব বয়সের মানুষের অংশ গ্রহণে আমরা বিজয়ী হয়েছিলাম । নোটু দশ বছরের এক ছোট্ট মুক্তিযোদ্ধা ।
যুদ্ধে তার পরিবারের সবাই নিরুদ্দেশ হয়ে যায় । তার রক্তে বয়ছিল প্রতিশোধের আগুন। সেভেনটি ওয়ান হয়ে ওঠে তার চেতনা । প্রবল দেশপ্রেম আর মুক্তিযোদ্ধাদের বীরত্বের এক অদ্ভুত লেখনী এই বই
টি । সব বয়সের পাঠকের জন্য উপযোগী ।
এই বই এর প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা এবং প্রচ্ছদ শিল্পী নিয়াজ চৌধুরী তুলি ।