মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ৬১ জন ফিলিপিনো গৃহকর্মীরা কুয়েত এসে পৌঁছেছেন। ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে এসব গৃহকর্মীরা তাদের স্পন্সরের কাজে যোগ দিতে পারবেন।
উল্লেখ্য, কুয়েত সরকার সরাসরি ফ্লাইটের মাধ্যমে দেশটিতে ফেরার ক্ষেত্রে প্রথম ধাপে গৃহকর্মীদের সুযোগ করে দিয়েছে।
ফলে ১৪ ডিসেম্বর থেকে কুয়েতে ফিরছেন ভারতীয় ও ফিলিপিনো নাগরিক।
অন্যদিকে বাংলাদেশ থেকে ”গৃহকর্মী” খাদেম ভিসার প্রবাসীরা সরাসরি ফেরার সুযোগ পাচ্ছেন ২৪শে ডিসেম্বর থেকে।
প্রতিদিন ৬০০ গৃহকর্মী কুয়েতে ফিরবেন, দেশটির বাইরে থাকা প্রায় ৮০ হাজার গৃহকর্মী কুয়েতে ফিরতে ৪ মাসেরও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
-আ হ জুবেদ