জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানী পশুর বর্জ্য অপসারন করে পরিবেশ দূষনমুক্ত রাখতে ও সাম্প্রতিক বৃষ্টিতে রাস্তার খানাকন্দ সংস্কার করে চলাচল উপযোগী করতে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মধ্যম নোয়াগাঁও এলাকার কিছু যুবক। এসময় তারা কোরবানীর বর্জ্য মাটিচাপা দিয়ে অপসারণ করেন। যেসব স্থানে বর্জ্য অপসারন সম্ভব নয় সেইসব দূর্গন্ধযুক্ত স্থানে পাউডার ছিটিয়ে দুর্গন্ধমুক্ত করছেন “মধ্যম নোয়াগাঁও একতা সংঘ” ও “১১ স্টার” নামে এলাকার সামাজিক সংগঠনের সদস্যরা। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দুইদিন ব্যাপী এই কমৃসূচিতে যুবকরা মাটি কেটে সাম্প্রতিক বৃষ্টিতে ভেঙ্গে তিব্র খানাকন্দের সৃষ্টি হওয়া হাজী মনছুর আহাম্মদ সড়কের সংস্কার কাজেও এগিয়ে আসেন। মধ্যম নোয়াগাঁও একতা সংঘের সভাপতি এহসান হাবীব জানান, এলাকার যেকোন দুর্যোগ ও সামাজিক আচার অনুষ্টানে সংগঠনের সদস্যরা অতিথের ন্যায় এগিয়ে আসবেন।