জাকির সিকদার: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রংপুরের আশায়ও গুড়ে বালি দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বরিশল বুলস.প্রায় ৪০ মিনিটের মত খেলা বন্ধ থাকার পর পূনরায় শুরু হলে ওভার কমিয়ে আনা হয় ৭টি। তাতে টার্গেটও কমে যায় বরিশালের। ১৩ ওভারে তাদের জন্য টার্গেট নির্ধারণ করা হয় ৭৫ রান। । শুরুতেই ১০৫ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামে বরিশাল বুলস। ম্যাচে ২.৩ ওভারে ওহাব রিয়াজের বলে এলবিডব্লিউ শিকার হন গত ম্যাচের শত রান করা লুইস। লুইস ৪ বলে ৪ রান করে আউট হলে বরিশালের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১৯ রান।বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের রংপুরকে ৬ উইকেটের বড় ব্যবেধানে হারিয়ে কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রংপুর সমর্থকদের সে আশায়ও গুড়ে বালি দিয়ে দিল। প্রায় ৪০ মিনিটের মত খেলা বন্ধ থাকার পর পূনরায় শুরু হলে ওভার কমিয়ে আনা হয় ৭টি। তাতে টার্গেটও কমে যায় বরিশালের। ১৩ ওভারে তাদের জন্য টার্গেট নির্ধারণ করা হয় ৭৫ রান।বৃষ্টির পর ৭৫ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বরিশাল। দলীয় ৩০ রানে ব্যক্তিগত ২৩ রান করে আরাফাত সানির বলে আউট হন রনি তালুকদার। পরে দলীয় ৪২ রানে সাকিব আল হাসানের বলে ৩ রানে আউট হন মারুফ। তবে জয়ের খুব কাছাকাছি এসে ব্যক্তিগত ১৬ রান করে নাদীফ চৌধুরী আউট হলে বরিশালের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭২ রানে। আর কোন উইকটে না হারিয়ে ৩ বল বাঁকি হাকে জয়ের লক্ষ্যে পৌছে যান বরিশাল বুলস। ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। রংপুরের হয়ে আরাফাত সানি ২টি এবং সাকিব আল হাসান ও ওহাব রিয়াজ ১টি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৯তম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামলে শুরুতেই রংপুর শিবিরে আঘাত হানেন বরিশাল বুলসের আল-আমিন হোসেন। তার করা ওভারের প্রথম বলেই রায়াদ এমরিতের হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য সরকার (০)। এরপর দ্রুত সাকিব (১) আর মোহাম্মদ মিঠুন (২) ফিরে গেলে চাপে পড়ে রংপুর।
দলীয় ৩৬ রানে রায়াদ এমরিতের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন জহুরুল ইসলাম অমি (২৪)। মিসবাহর সঙ্গে দলকে টেনে নিচ্ছিলেন থিসারা পারেরা। কিন্তু দলীয় ৫৪ রানে সেকুজি প্রসন্নের বলে মেহেদী মারুফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পারেরা (৯)।
দলীয় ৬৪ রানে মোহাম্মদ সামির বলে রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিসবাহ-উল-হক (২২)। ৬৫ রানের মাথায় সামির ওভারের মেহেদী মারুফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ নবী (৫)। শেষ দিকে আল আমিন কিছুটা চেষ্টা করলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় রংপুর। বরিশালের পক্ষে আল আমিন ৩ টি আর সামি ও এমরিত নেন দুটি করে উইকেট।
৬ ম্যাচের ৫টিতে জিতে বরিশালের পয়েন্ট এখন ১০। সমান সংখ্যক ম্যাচে ৪ জয়ে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে দ্বিতীয় স্থানে। যদিও দিনের শেষ ম্যাচে কুমিল্লা মুখোমুখি হবে স্বাগতিক দল চিটাগং ভাইকিংসের।