জাকির সিকদার,দেশ এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ এবং বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিতা বন্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
–
শনিবার রাজধানীর তোপখানার কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাড়িওয়ালারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাড়া বৃদ্ধি করে। বাড়িওয়ালাদের অর্থনৈতিক নির্যাতনের কারণে ভাড়াটিয়ারা দিশেহারা।
বক্তারা ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ প্রয়োজনীয় সংস্কারসহ বাস্তবায়ন এবং বাড়িভাড়া আইন বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট চালু করা, ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িওয়ালার চুক্তিপত্র তৈরি করা ও বাড়িভাড়া ব্যবসায় ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন, শেখ ইয়াসিন, শহিদুল ইসলাম, হযরত মোল্লা, নাসিরউদ্দিন প্রমুখ।