সিলেট: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের লোগো সম্বলিত ফেসবুকে বিশেষ অ্যাপ তৈরি করলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি এমদাদুর রহমান।
মঙ্গলবার (১৮ অক্টোবর) তার তৈরি অ্যাপস সাড়া জাগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এখন অনেকে অ্যাপটি সংযোগ করে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন। এ কারণে সিলেটের সর্বমহলে প্রশংসিত এমদাদ।
অ্যাপ এর বিষয়ে এমদাদ রহমান অগ্রদৃষ্টিকে বলেন, সবাইতো বিভিন্নভাবে সম্মেলনের সৌন্দর্য্য বর্ধনে কাজ করছেন। তাই নিজেও একটু ভিন্ন কিছু করার চেষ্টায় এই অ্যাপ।
এর আগে সোমবার (১৭ অক্টোবর) রাতে আওয়ামী লীগ এর ২০তম সম্মেলন উপলক্ষ্যে ফেসবুক প্রোফাইলে ব্যবহারের জন্য বিশেষ এই অ্যাপটি তৈরি করেন তিনি।
আওয়ামী লীগের সম্মেলনের এই অ্যাপটি জনপ্রিয় ফেসবুক মাধ্যমে ব্যবহার করা প্রসঙ্গে এমদাদ বলেন, দলীয় অ্যাপটি ইতিমধ্যে ফেসবুকের হাজারো ব্যবহারকারীর প্রোফাইলে শোভা পাচ্ছে।