এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে মালিক শ্রমিক স্বার্থ বিরোধী সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবীতে গতকাল রোববার দিনাজপুরে পরিবহন শ্রমিকরা মানববন্ধন করেছে।
মানববন্ধন থেকে শ্রমিক নেতারা অবিলম্বে এই আইন বাতিলের দাবী জানিয়ে বলেন, অন্যথায় আগামীতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।
বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই মানববন্ধন আয়োজন করে।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী,জেলা ট্রাক ও ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদাকাতুল বারী (সাদা), শ্রমিক নেতা এনামুল হক, তৈয়ব আলী, আব্দুস সামাদ আলী, মোঃ মুন্না,প্রমুখ।
মানববন্ধনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নিয়ন্ত্রনাধীন সকল পরিবহন সেক্টরের শ্রমিকরা অংশ নেয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই