খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: আনন্দ হিলোলে, উচ্ছ্বাসে উষ্ণতায় বাংলা নববর্ষ ১৪২৪ বরন করছে ঝালকাঠিবাসী ।
সকালে শিশুপার্ক মুক্তমঞ্চে কিশলয় খেলাঘর আসরের প্রভাতী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় বর্ষবরনের আনুষ্ঠানিকতা ।
জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী র্যালীর নেতৃত্ব বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।
এছাড়া জেলা প্রশাসন, আইনজীবী সমিতি, সিটিক্লাব, প্রতীক নাট্যগোষ্ঠি, লোকনাথ শিল্পি গোষ্ঠি, নজরুল একাডেমীসহ বিভিন্ন সংগঠন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
জেলার অন্যান্য উপজেলায় আনন্দ উচ্ছাসে বর্ষবরন করা হয়। ব্যবসায়ীরা ১লা বৈশাখ উপলক্ষে হালখাতার আয়োজন করে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই