বিশেষ প্রতিনিধিঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।
বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
রাষ্ট্রদূত’র ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জিহন ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রথম সচিব ও দুতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার (পাসপোর্ট ও ভিসা)।
এছাড়াও উপস্থিত কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা।
আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কবি সাহিত্যিক ও কমিউনিটির প্রবাসীরা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।
পরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আদর্শের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন অসংখ্য কবিতা গান নাটক ছোট গল্প সহ উপন্যাস তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর সকল বাঙ্গালীদের আলোর দিশারী।