ডেস্ক নিউজ : মানুষ একবার জন্মে, একবারই মরে। জীবন-মৃত্যুর মাঝখানের সময়টায় অধিকাংশ মানুষ নিজকে ও নিজ পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করে। কিছু মানুষ থাকে ব্যতিক্রম। এই ব্যতিক্রম মানুষগণ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য, ন্যায়ের জন্য তথা বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কল্যাণকর কিছু মহৎ কাজ করে যান। আর এমনই একজন হলেন প্রধানমন্ত্রী। একজন ব্যতিক্রমী মানুষ তিনি।
কেননা সম্প্রতি জানা গেলো এ জননেত্রীর এক অনন্য অবদানের কথা। অনেকেই জানেন না যে ২০ লাখ মাকে ফোন কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির টাকা এখন তাদের মায়েদের মোবাইল ফোনে যাচ্ছে। এক কোটি ৩০ লাখ মা এভাবে টাকা পাচ্ছে্ন। তবে টাকা দেয়া শুরুর আগে দেখা যায় ২০ লাখ মায়ের কোনো মোবাইল ফোন নেই।
প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরে তাদের ২০ লাখ মোবাইল ফোন কিনে দিয়েছেন। কারণ হতদরিদ্র এই মায়েদের ফোন কেনার সামর্থ্য ছিল না। তবে পুরো কাজটি হয়েছে অত্যন্ত গোপনে। ঠিক এভাবেই গোপনেও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বাংলার প্রধানমন্ত্রী উন্নয়নমাতা শেখ হাসিনা।
তিন যুগ ধরে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু দেশেই নয়, তাঁর কর্ম, নেতৃত্ব ও সাহসিকতা আজ দেশের মানচিত্র অতিক্রম করে বিশ্বস্বীকৃতি লাভ করেছে। তিনি তাঁর সময়কে, কালকে, নিজ রাষ্ট্রের সীমানাকে অতিক্রম করে আজ এক অনন্য উচ্চতায় আসীন হয়েছেন।