বিনোদন ডেস্ক: বলিউডের এখন হার্টথ্রব তিনি। কখনো পাশের বাড়ির ছেলে তো কখনো বাজীরাও, আলাউদ্দিন খিলজির মতো ঐতিহাসিক চরিত্র। যাতেই হাত দিচ্ছেন সোনা হয়ে যাচ্ছে। তাই রনবীর সিংকে দিয়েই এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করাতে চান আয়োজকরা।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ মিনিটের পারফরম্যান্স করবেন রকিং রনবীর। আর এই পারফরম্যান্সের জন্য তাকে কত পারিশ্রমিক দিতে চলেছে আয়োজকরা আন্দাজ করতে পারেন। পাঁচ কোটি রুপি।
আসলে আয়োজকরা রণবীরের বিপুল জনপ্রিয়তাকে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহার করে কাজে লাগাতে চাইছেন। আয়োজকরা জানিয়েছেন, তিনি ১৫ মিনিটের জন্য নাচবেন আর আয়োজক কমিটি চেয়েছে রণবীরই পারফর্ম করুক। তার জন্যেই তাকে এত বড় অঙ্ক অফার করা হয়েছে।
পদ্মাবত-এ খলনায়ক আলাউদ্দিন খিলজিই বাজিমাত করেছেন। এরপর থেকে ছবির বাজারে রণবীরের চাহিদা আকাশছোঁয়া। ইতিমধ্যেই সিম্বা, গালি বয় এবং ৮৩-এর মতো ছবি নিয়ে ব্যস্ত তিনি। যাতে কোনোভাবেই না বলতে না পারেন রণবীর তাই এই মেগা অফার।
তবে অনুষ্ঠানে রণবীরের সঙ্গে আর কোন তারকাদের দেখা যাবে, তা এখনো জানা যায়নি। -ওয়ান ইন্ডিয়া