১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন করেনি বিএনপি।
গত বছরের মতো এবারও দিনটিতে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়ার নির্দেশনাতেই গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনের অনুষ্ঠান পালন থেকে বিরত ছিল দলটি।
তবে দল বা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অনেকেই আগামীকাল ১৬ আগস্ট কেক কেটে কিংবা তার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া-মাহফিলের মতো কর্মসূচি পালন করতে পারেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, গত বছর চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সারা দেশে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ বছর এখন পর্যন্ত আমরা তেমন কোনো নির্দেশনা পাইনি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ১৫ আগস্ট তো জাতীয় শোক দিবস। ‘ম্যাডামের’ (খালেদা জিয়ার) ৭০তম জন্মদিনে সিদ্ধান্ত হয়, তার জন্মদিনে কেক কাটা হবে না।