কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ছবিতে যে মানুষটাকে দেখছেন উনার নাম করম আলী, বয়স ৭৫ বছর ৷
বাড়ী কিশোরগঞ্জের ইটনা থানার পাটাবুকা গ্রামে ৷ নিজের বলতে থাকার জন্য সামান্য এক টুকরো ভিটে ছাড়া আর কিছু নাই ৷ দীর্ঘ বারো বছর থেকে এই বৃদ্ধ মানুষটা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন ৷ কখনো কখনো নিজ গ্রামের বাহিরে ভিক্ষা করতে গিয়ে রাস্তায় মসজিদের বারান্দায় রাত কাটিয়েছেন ৷ জানেন এই ভিক্ষুক মানুষটাকে নিয়ে কেন এত মাতা মাতি? তিনি সারাদিন ভিক্ষা করে যে টাকা রোজগার করেন তা অন্ধ কিংবা পঙ্গু ভিক্ষুকদের মাঝে বিতরণ করে দেন!
কিছু গল্প সিনেমা নাটকের রঙিন মঞ্চে দেখা যায় ডাকাত সর্দার ডাকাতি করে গরীব মানুষকে সাহায্য করছে ৷ বাস্তবে এই মানুষগুলা যেমনই হোক না রঙিন বক্সে এই সকল মানুষগুলা আমাদের কাছে হিরো ৷ আমরা এদের আইডল মনে করি ৷ তাদের স্ট্যাইল কথা বলার ধরন পোশাক ফ্যাশন আমরা প্রতিনিয়ত ফলো করি ৷ আমাদের প্রিয় লিস্টে সবার আগে থাকে নিজের দেহ প্রদর্শন করে নামের সাথে সুপার ষ্টার লাগানো কিছু মানুষ। কিন্তু করম আলীর মত মহান মানুষগুলা আমাদের জীবনের আইডল হয়না ৷ প্রচার বিমুখ করম আলীরা কোনদিন হাতে ক্রেস্ট পাওয়ার আশায় এমন মানবিক কাজ করেন না ৷ তারা যা করেন তা হলো মানবিক আর আত্মার সন্তুষ্টি পাওয়ার জন্য ৷