রাজশাহী প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চার জন।
সোমবার (৩০) নভেম্বর রাতে মহানগরীর মতিহার ও বোয়ালিয়া থানায় পৃথকভাবে তারা এ জিডি করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন জিডি করেছেন মতিহার থানায়। আর বোয়ালিয়া থানায় জিডি করেছেন সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এই থানায় জিডি করেছেন স্থানীয় দৈনিক সাশাইনের প্রকাশক ও সম্পাদক ইউনুস আলীও।
জিডির পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বাংলানিউজকে জানান মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর ও বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন।।
এর আগে, আনসার আল ইসলাম তাদের প্যাডে ওই আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও জিডি করা চারজন ছাড়া হুমকি পাওয়া অপর তিন বিশিষ্ট ব্যক্তি হলেন- খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার ও রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হায়াত।