বদরুল আলম চৌধুরী- বিশ্বজুড়ে বাংলা এই শ্লোগানে ইউরোপে দীর্ঘ ১৮ বছর সম্প্রচারের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির।
গত ১৯ মে ঢাকার হোটেল সোনারগাওয়ে জমকালো আয়োজনে বাংলা টিভির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলা টিভির প্রধান উপদেষ্টা সাংবাদিক কলামিষ্ট আবদুল গফ্ফার চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, সমাপনী বক্তব্য রাখেন বাংলা টিভির চেয়ারম্যান কেএম আক্তারুজ্জামান। অনুষ্ঠানে দেশ বরেণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এদিকে গত ১৭ই জুন ২০১৭ইং বাংলা টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে নিয়োগ পত্র গ্রহণ করেছেন, জাতীয় অনলাইন নিউজ পোর্টাল অগ্রদৃষ্টির প্রধান সম্পাদক, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবধিকার ইউনিয়নের সদস্য আ,হ, জুবেদ।
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া আ,হ,জুবেদ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করে আসছি। কিন্তু নিজেকে জনসম্মুখে খুব বড় করে উপস্থাপনের চেয়ে এই মহান পেশাকে যথাযথ সম্মান করে সকল প্রকার লোভ, লালসা ও বিতর্কের ঊর্ধ্বে থেকে কাজ করার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, বাংলা টিভি পরিবারের নতুন সদস্য হতে পেরে ভীষণ ভালো লাগছে।
অবশ্য’ই বাংলা টিভির সম্মানিত পরিচালক কর্তৃক এই নিয়োগ পেয়ে, বিষয়টি অবর্ণনীয় সম্মানের দৃষ্টিতে দেখছি,বলেন আ,হ,জুবেদ।