এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ সার্বজনীন স্বাস্থ্যসেবা বিষয়ে ১২ ডিসেম্বর ২০১২ তারিখে জাতিসংঘে গৃহীত রেজুলেনের প্রেক্ষিতে সারাবিশ্বে পালিত সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবসের ৩য় বর্ষপূর্তিতে বাংলাদেশে ঢাকায় প্রথমবারের মত আয়োজিত হল সার্বজনীন স্বাস্থ্যসেবা বিষয়ক যুব সম্মেলন।
১২ ডিসেম্বর ২০১৬ তারিখে দিনব্যাপী এ সম্মেলনে সারাদেশ থেকে দেড় শতাধিক তরুণের অংশগ্রহনে স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা, সার্বজনীন স্বাস্থ্যসেবার অধিকার, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বাস্থ্য বিষয়ক টার্গেট পূরণে তরুণদের অর্থবহ অংশগ্রহন নিশ্চিতকরণ বিষয়ক প্যানেল আলোচনা, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।
সিরাক-বাংলাদেশ এর আয়োজনে সম্মেলনের সহযোগী ছিল ইউএসএআইডি, এনজেন্ডারহেলথ, বন্ধু, শেয়ারনেট বাংলাদেশ এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ কোয়ালিশন।
সম্মেলনের স্বাস্থ্য অধিকার বিষয়ক প্যানেলে সাংবাদিক আমিনুল ইসলাম সুজনের উপস্থাপনায় আলোচনা করেন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ এবং সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত।
মানসম্মত ঔষধ নিশ্চিতকরণের উপর প্যানেলে ডা. তারেক সালাহউদ্দিনের সঞ্চালনায় আলোচনা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সগীর আহমেদ, ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ এর টেকনিক্যাল এ্যাডভাইজার মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক এ এ সেলিম বারামী।
এছাড়াও সম্মেলনে তরুণদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা পরিচালনা করেন এনজেন্ডারহেলথ এর কান্ট্রি ডিরেক্টর ডা. আবু জামিল ফয়সেল, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মসূচী পরিচালক ফসিউল আহসান, রেবেকা সুলতানা, রফিকুল ইসলাম রয়েল প্রমুখ।
পাশাপাশি আনিকা বিনতে হাবিব এর সঞ্চালনায় শেয়ারনেট বাংলাদেশ এর উদ্যোগে নারীর স্বাস্থ্য সুরক্ষায় পুরুষদের অংশগ্রহন বিষয়ক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয় এ সম্মেলনে।
সম্মেলনে বিশেষজ্ঞ বক্তারা স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে তরুণদের কার্যকর অংশগ্রহনের, সকল শ্রেণীর মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে রাষ্ট্রায়ত্ব হেলথ ইন্সুরেন্স ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। তরুণদের অংশগ্রহনমূলক এই সামিটে স্বতঃস্ফূর্ত আলোচনায় তারা নিজেদের সমস্যাগুলো তুলে ধরেন এবং পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মানসম্মত ঔষধ বাজারজাতকরণ এবং পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে সমণি¦ত যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক তথ্য ও সেবাকে আরো বেশি প্রচলণ এবং সংবিধানে স্বাস্থ্যসেবাকে চাহিদা হিসেবে না রেখে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানায় তরুণ প্রতিনিধিরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই