বিশেষ প্রতিনিধিঃ ”রক্ত দিলে হয়না ক্ষতি,জাগ্রত হয় মানবিক অনুভূতি” এই প্রতিপাদ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মেধা,পরিশ্রমের পাশাপাশি সামাজিক কর্মকান্ডের মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধির লক্ষে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতস্থ মীরসরাই সমিতির আয়োজনে ও বাংলাদেশ প্রেসক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয়।
দেশটির জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কার্যক্রম চলে।
কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে প্রবাসী বাংলাদেশিরা এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহন করেন।
মানবতার সেবায় এধরণের কর্যক্রমে অন্যান্য প্রবাসীদেরও এগিয়ে আসা দরকার বলে মনে করনে স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশিরা।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আল-আমিন রানা, সাদেক রিপন, মোহাম্মদ হেবজু,নাসরিন আক্তার মৌসুমি, আবু বক্কর সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।