বিশেষ প্রতিনিধিঃ বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত বই মেলায় মোড়ক উন্মোচন করা হয় কুয়েত প্রবাসী কবি, সাংবাদিক ও সম্পাদক নাসরিন আক্তার মৌসুমীর যৌথ কাব্যগ্রন্থ “স্বপ্নের সাতকাহন” দ্বিতীয় খন্ডের।
বারো দেশের চব্বিশজন কবিকে নিয়ে এ বইটি সম্পাদনা করেছেন কুয়েত প্রবাসী কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্পাদক আছিরন বেগম, কবি, লেখক ও সংগীত শিল্পী লিজি আহমেদ,অবসর প্রাপ্ত সামরিক কর্মকর্তা পলক রহমান ও প্রফেসর লুৎফর রহমান।
প্রবাসী কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী এ পর্যন্ত সম্পাদনা করেছেন তিনটি বই যথাক্রমে, স্বপ্নের সাতকাহন ( প্রথম খন্ড) পিদিম এবং “স্বপ্নের সাতকাহন “(দ্বিতীয় খন্ড)।
মৌসুমী জানান, বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকীকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উৎসর্গ করার প্রয়াসে একশ জন কবিকে নিয়ে একশটি কবিতা দিয়ে আরেকটি যৌথ কাব্যগ্রন্থের কাজে হাত দিয়েছেন, সেটি পাঠকদের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন শীঘ্রই।