অগ্রদৃষ্টি ডেস্কঃ সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর।
বুধবার (৬ জুলাই) ফজরের নামাজ আদায়ের পরপরই দলবেঁধে ঈদের জামাতে অংশ নিতে রওয়ানা হন ধর্মপ্রাণ মুসলমানরা।
রিয়াদে ঈদের প্রধান জামাত ধীরাস্থ জাতীয় মসজিদে সকাল ৫টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল আশ শেইখ। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করেন সৌদি গ্র্যান্ড মুফতি।
জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির এবং শেখ। নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
প্রবাসে ঈদের অনুভূতি জানতে চাইলে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির অগ্রদৃষ্টিকে বলেন, যদিও এখানে পরিবার নিয়ে থাকি কিন্তু দেশের ঈদের আবেগটা অন্যরকম। দেশে প্রিয়জনদের খুব বেশি মিস করি।
আল বারাকা ট্রাভেলস’র পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম অগ্রদৃষ্টিকে বলেন, প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে এসে ঈদটা নিজের কাছে অনেকটা কষ্টকর। তারপরও যখন প্রবাসী বন্ধুদের সঙ্গে ঈদের জামাত এবং কুশল বিনিময় করি এটি কষ্ট ভুলে থাকতে সাহায্য করে।
কুয়েতঃ
কুয়েতের বাঙ্গালী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা একসাথে পবিত্র ঈদুল ফিতেরের নামাজ আদায় করেন।
সেখান থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানিয়েছেন, কুয়েতের হাসাবিয়া এলাকায় ঈদের নামাজ আদায় করতে আসা মানুষের সংখ্যা এতই বেশি ছিল যে, দেখাগেছে মসজিদের নির্ধারিত জায়গা ছাড়াও আশপাশের রাস্তা গুলোও ছিল লোকে লোকারণ্য।