আন্তর্জতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।রাজধানীর ব্যস্ত জংসনে শনিবার এই বোমা হামলার ঘটনা ঘটে।
এদিকে, বোমা হামলার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ আব্দুল্লাহি মুহাম্মদ ফারমাজো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন, যা রবিবার সকাল থেকে শুরু হয়েছে। রবিবার সকালে টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তিনি আরও বলেন, এই নিষ্পাপ মানুষগুলোর মৃত্যুতে তিন দিনের শোক পালন করা হবে।
এ সময় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি নিহতদের জন্য দোয়া করা হবে সন্ত্রাসীরা কোনোদিনই জয়ী হবে না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট আব্দুল্লাহি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই