চান মিয়া,ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সিলেট-সুনামগঞ্জ সড়কের কাজিবাড়ি এলাকায় মিনিবাস ও লেগুনার মুখোমূখি সংঘর্ষে ২জন নিহত ও ৭জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত লেগুনা ড্রাইভারকে মূমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙকাজনক বলে জানা গেছে। এদিকে মিনিবাসের অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের কাজিবাড়ি এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি মিনিবাস (নং সিলেট জ- ১১-০৭২৬) ও বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা (নং ছ- ১১-১৪৬৩) এর সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ড্রাইভারসহ ৩জন যাত্রীর মধ্যে দু’জন ঘটনাস্থলেই নিহত ও ড্রাইভার শাহিন আহমদ (৪০) গুরুতর আহত হয়। নিহতরা হলেন, ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের ইব্রাহিম আলীর পুত্র নছির আলী (৫০), একই ইউনিয়নের মালিকান্দি গ্রামের ইউনুছ আলীর পুত্র সাদিক মিয়া (৪৫)। তারা দু’জনই গোবিন্দগঞ্জের ব্যবসায়ি ও ড্রাইভার শাহিন আহমদ নিহত সাদিক মিয়া ভাতিজা বলে জানা গেছে। ঘটনার সময় সিলেটগামী মিনিবাস একটি সিএনজি ফেরষ্ট্রোককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর প্রায় ঘন্টাব্যাপী সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন-ধলা মিয়া, লামাকাজি ট্রাফিক সার্জেন্ট শামীম আহমদ ও জয়কলস হাইওয়ে পুলিশ প্রধান সফিক আহমদের প্রচেষ্টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।