নিজস্ব প্রতিনিধিঃ ঈদ মানে খুশি , ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রসন্নতা, ঈদ মানে উল্লাস,ঈদ মানে সুখ দুঃখ, আনন্দ, ভালোবাসা সবকিছু ভাগাভাগি করে নেওয়া৷
আর এই প্রতিপাদ্য সামনে রেখে এবার কুয়েতে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত ঈদ উল-ফিতর উদযাপন ও ঈদ আনন্দ অনুষ্ঠান আয়োজন করেছে কুয়েতে।
গত ৭ইজুলাই ২০১৬ইং রোজ বৃহস্পতিবার সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত’র উদ্যোগে ঈদ আনন্দ অনুষ্ঠান
কুয়েতের জিলিব আল-সুয়েখ এলাকার ফজর আল জাদিদ স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত’র সভাপতি মনসুর আলম খানের সভাপতিত্বে এবং ক্লাবের সদস্য মিজানুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের উপদেষ্টা এবং শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের উপদেষ্টা আবুল হাসেম এনাম।অনুষ্ঠানের প্রারম্ভে আলোচনা সভা শুরু হয়, এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বক্তব্য রাখেন, শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের সভাপতি ওলিদ মোঃ সেনু, দৃষ্টিনন্দন ও দেশ দিগন্তের সম্পাদক নিজামুর রহমান টিপু, অগ্রদৃষ্টি অনলাইন মিডিয়া গ্রুপের পরিচালক আ,হ, জুবেদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র সাধারন সম্পাদক এস এম সুমন,সাংগঠনিক সম্পাদক খছরু আহমেদ, সুনামগন্জ সমাজকল্যাণ সমিতির সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী, সাধারন সম্পাদক মিজানুর রহমান, নবজাগরণ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক আকবর হোসেন,আনছার আলী, মনোহর মিয়া প্রমুখ।
এছাড়াও কুয়েত’র বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ,সাহিত্যিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গিত পরিবেশন করেন শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের শিল্পীবৃন্দরা।
অনুষ্ঠান শেষে আগত সকল নেতৃবৃন্দরা নৈশভোজে অংশ নেন।