স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার বনগাও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও আসন্ন নির্বাচনে বনগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামসহ আরও ৫ নেতা। গতকাল মঙ্গলবার ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে এসেছেন এমন খবরে এলাকায় সাইফুল ইসলামের সমর্থক অনেকেই তার বাড়ীতে ভীড় জমান। এসময় উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।সাভারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার খবরে ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গুলি ছুঁড়ে আনন্দ উল্লাস করেছেন। তবে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। মানুষ আতংকিত হয়ে দ্বিগবিদিক ছুটাছুটি করে। ফলে এলাকায় মিশ্র
প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরে সাইফুল ইসলামের লাইসেন্সকৃত শর্টগান দিয়ে বাড়ীর নিকটেই হাঙ্গাইল মোড়ে বালুর মাঠে পর পর ৪ রাউন্ড গুলি ছুঁড়ে তার সমর্থক শরীফ ও ফারুক আনন্দ প্রকাশ করেন। গুলির প্রচন্ড শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। হাঙ্গাইল মোড়ে থাকা দোকান পাট মুহুর্তেই বন্ধ হয়ে যায়। গ্রামবাসী অনেকেই দ্বিগবিদিক ছুটাছুটি করেন। বলিয়ারপুরের বাসিন্দা আলম মিয়া ও মুদি দোকানী জুলহাস উদ্দিন জানান, ঘটনায় আকস্মিকতায় তারা আতংকিত হয়ে পড়েন। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রাতে থানার ডিউটি অফিসার ফরহাদ হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, কোন দারোগা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন সে সম্পর্কে তার জানা নেই। বিষয়টি সম্পর্কে জানতে থানার ওসি এস এম কামরুজ্জামানকে ফোন করলেও কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলামের মোবাইলে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।