সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়ার হত্যাকাণ্ডের দশ বছর পর বিচার শুরু হয়েছে।
সিলেটের দ্রুত বিচার আদালত আজ (রোববার) সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক এবং নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ ৩২ জনকে অভিযুক্ত করেছে।
অভিযুক্তদের অধিকাংশই বিএনপির রাজনীতির সাথে জড়িত।
অভিযুক্ত ৩২ জনের মধ্যে ১৪ জন কারাগারে রয়েছেন। আটজন জামিনে এবং বাকিরা পলাতক।
আটক ১৪ জনকেই দেশের বিভিন্ন কারাগার থেকে সিলেটের আদালতে হাজির করা হয়েছিল। অসুস্থ আরিফুল হককে হুইল চেয়ারে করে আনা হয়।
সিলেটের সাংবাদিক আহমেদ নুর অগ্রদৃষ্টিকে জানান বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক আদালতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চান। আদালত ৪৮ ঘণ্টার মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন চেয়েছে।
আসামীদের পক্ষে কয়েক ডজন আইনজীবী শুনানিতে অংশ নেন। আদালতের বাইরেও তাদের বহু সমর্থক হাজির হয়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভায় গ্রেনেড হামলায় মারা যান মি কিবরিয়া।
পুলিশের তদন্ত এবং চার্জশিট নিয়ে মি কিবরিয়ার পরিবার বারবার আপত্তি করায় বিচার শুরু হতে দশ বছর লেগে গেল।