নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-বিক্ষোভের সময় কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকরা।
স্থানীয় সময় রোববার দুপুরে সিডনির ল্যাকাম্বায় ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ এর আয়োজনে এ সভা থেকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহ সভাপতি ইউসুফ আবদুল্লাহ শামীম।
মেলবোর্ন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এনামুল হক।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার ভিডিও ফুটেজ থাকার পরও আজ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হামলার ঘটনাকে ‘ঘৃণ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অন্তরায়’ উল্লেখ করে কে কোন দলের তা বিবেচনা না করে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান সিডনি প্রবাসী সাংবাদিকরা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফারুক আমিন, মো. গোলাম মোস্তফা, আউয়াল খান, শিবলি আবদুল্লাহ ও মিজানুর রহমান সুমন।
নাইম আবদুল্লাহ, সিডনি থেকে-