ডেস্ক রিপোর্টঃ মূল ভূ খন্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ উপজেলা। চার লক্ষ লোকের বসবাস। নেই কোনো ভাল ডাক্তার। চক্ষু ও গাইনী বিভাগের কোনো ডাক্তার নেই। সেই সুযোগে সার্টিফিকেট বিহীন ডাক্তার রোগীদের সেবা নামে অর্থ হতিয়ে নিচ্ছে।
আজ বিকাল ৩ টার সময় বাতেন মার্কেট সাদিয়া ফার্মেসী হতে ডাঃ দেলোয়ার হোসেন নামে ভুয়া ডাক্তার কে ৬ মাসের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সন্দ্বীপ থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুরুল হুদা।
দেলোয়ার হোসেন গত ৭/৮ বছর ধরে সন্দ্বীপের মধ্যে নিয়মিত ১০ টি চেম্বারে রোগী দেখেন।দেলোয়ার হোসেন সন্দ্বীপে মাইকিং করে বিভিন্ন দালালের মাধ্যমে চেম্বার পরিচানা করেন।দেলোয়ার হোসেন স্টেইট মেডিকেল ফ্যাসিলিটি ১ বছর মেয়াদী (চক্ষু) ডিপ্লোমা দারী। দেলোয়ার হোসেন নিজেকে চক্ষু ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে থাকেন।দেলোয়ার হোসেন পিতা আব্দুল হাকিম।গ্রাম গবীন্দ্রপুর, উপজেলা বাকের গন্জ, জেলা বরিশাল।